১১ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিবের কাছে ভুট্টোর তারবার্তা
পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচী থেকে শেখ মুজিবুর রহমানের কাছে একটি তারবার্তায় জানান তিনি শেখ মুজিবের সাথে সাক্ষাতের জন্য শীঘ্রই ঢাকায় আসতে রাজী আছেন। তিনি দেশে সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ঘটনাগুলোতে যারা প্রান হারিয়েছেন তাদের এবগ তাদের পরিবারের প্রতি জন্য শোক প্রকাশ করেন। তারবার্তায় ভুট্টো বলেন, দেশকে রক্ষায় আমাদের উভয়েরই কিছু দায়িত্ব আছে। ধ্বংস এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছুই আমাদের করতে হবে। যেকোন মূল্যের বিনিময়ে দেশকে রক্ষা করতে হবে এবং তাহা যে কোন মূল্য এর বিনিময়ে।