১১ মার্চ ১৯৭১ঃ তাজউদ্দীন আহমেদ
আওয়ামী লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ এক বিবৃতিতে বলেছেন গন আন্দোলনে জন জীবন এক অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে। জনগন চিন্তায় ও কর্মে এই সংগ্রামকে আপন করে নিয়েছে বলেই আন্দোলন এ পর্যায়ে পৌঁছতে পেড়েছে। আন্দোলন চালিয়ে যাওয়াকে জনগন একটি পবিত্র কর্তব্য মনে করছে। বাংলাদেশের নামে শেখ মুজিব যে নির্দেশাবলী জারী করেছেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করছেন বলেই আন্দোলন এ পর্যায়ে পৌঁছেছে। জীবনের সকল স্তরে বাংলাদেশের মানুষ যে গভীর দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তারা সকলের জন্য প্রেরনা হয়ে রয়েছে। তিনি বলেন জন বিরোধী গোষ্ঠী আমাদের ক্ষুধার্ত রাখতে নানা ফন্দি ফিকির করছে তাই এ অবস্থা মোকাবেলার স্বার্থে উৎপাদন বাড়ানো এবং সর্বস্তরে কৃচ্ছতা সাধনের জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি নির্দেশাবলীর কিছু সংশোধনী প্রকাশ করেন।