You dont have javascript enabled! Please enable it! 1971.03.11 | পশ্চিম পাক আওয়ামী লীগ নেতা খলিল তিরমিঝি - শেখ মুজিবের খাঁটি গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে পশ্চিম পাকিস্তানের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান - সংগ্রামের নোটবুক

১১ মার্চ ১৯৭১ঃ পশ্চিম পাক আওয়ামী লীগ নেতা খলিল তিরমিঝি

কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খলিল তিরমিঝি করাচীতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন শেখ মুজিবের খাঁটি গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে পশ্চিম পাকিস্তানের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন অবাঙ্গালীদের হত্যার গুজব ছড়িয়ে জনগনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। অপর পক্ষে গনতন্ত্রের সংগ্রামে প্রচুর পূর্ব পাকিস্তানী নিহত হয়েছেন। তিনি বলেন জুলফিকার আলী ভুট্টো ষড়যন্ত্রের দোসর এবং বরাবরই দেশের জনগন এবং গনতন্ত্রের স্বার্থ বিরোধী কাজ করিয়াছেন। দেশের বর্তমান পরিস্থিতির জন্য জুলফিকার আলী ভুট্টোই দায়ী বলে তিনি উল্লেখ করেন। তিনি মিয়া মমতাজ দৌলতানা, আসগর খান, নুর খান, মুফতি মাহমুদ, হাজারভি, মেজর জেনারেল আজম খান, নসরুল্লাহ খান, ওয়ালী খান, সরদার শওকত হায়াত খান প্রমুখ নেতাদের পশ্চিম পাকিস্তানে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি তাদের শেখ মুজিবের ৪ দফা দাবীর সমর্থনেও আন্দোলন গড়ে তোলার আহবান জানান।