ডাকসু ৮০
স্বাধীনের পর ৪র্থ ডাকসু নির্বাচন হয় ১১ নভেম্বর ১৯৮০ সালে। এ নির্বাচনে ১১ হলে মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৫০ জন। ভোট গ্রহনের সময়সীমা ছিল সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। হল সংসদ নির্বাচনের গননা হলেই এবং ডাকসুর গননা কলাভবনে সম্পন্ন করা হয়। ডাকসুতে ১৯ পদে প্রায় সাড়ে ৩শ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে ভিপি পদে ২৮ জন জিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেল গুলি ছিল ছাত্রদলের মিলন – কামাল, ছাত্রলীগের মান্না – আখতার, ছাত্রলীগের কাদের – চুন্নু , শিবিরের তাহের – কাদের, জাসদ ছাত্রলীগের মুনির -ফিরোজ, ছাত্র ইউনিয়নের আনোয়ার – আকাশ, নির্বাচনে ছাত্রলীগ (মান্না) ১৯ টির মধ্যে ভিপি জিএস সহ ৬ টি পদে জয়লাভ করে বাকী ১৩টি পদে ছাত্রলীগ (কাদের – চুন্নু) জয়লাভ করে। হলের ১৫১টি পদের মধ্যে মান্না ছাত্রলীগ ৮৯টি পদে জয়লাভ করে। ডাকসুর ভিপি পদে মাহমুদুর রহমান মান্না ভোট পান ৪৪৩১টি নিকটতম ছাত্রলীগের ওবায়দুল কাদের পান ২৫৬৫ ভোট। শিবিরের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পান ৮৩৬ ভোট, ছাত্রদলের গোলাম সারওয়ার মিলন পেয়েছেন ৭৩৭ ভোট, জাসদ ছাত্রলীগের মুনির উদ্দিন পেয়েছেন ৭২২, ইউনিয়নের আনোয়ার উদ্দিন পেয়েছেন ৬০৯ ভোট। ডাকসুর জিএস পদে আখতারুজ্জামান পান ৩১৮০ ভোট নিকটতম ছাত্রলীগ (কাদের – চুন্নু) এর বাহালুল মজনুন চুন্নু পান ৩০২৩ ভোট, ছাত্রদলের এম এ কামাল পান ১১৪৪ ভোট, ছাত্র ইউনিয়নের মাহবুবুল মোকাদ্দেম আকাশ ৯৩৮ ভোট, শিবিরের আব্দুল কাদের বাচ্চু পেয়েছেন ৯০৮ ভোট, জাসদ ছাত্রলীগের এম এ হান্নান ফিরোজ পেয়েছেন ৭৪২ ভোট। বিশেষ উল্লেখ যোগ্য প্রার্থী ছাত্রলীগ (কাদের – চুন্নু) এর বাদল রায় ক্রীড়া সম্পাদক, নুরুল ইসলাম সুজন ছাত্রলীগ (কাদের – চুন্নু) বিজ্ঞান মিলনায়তন সম্পাদক, জাফর ওয়াজেদ সাহিত্য সম্পাদক, অসিম কুমার উকিল সদস্য পদে জয়লাভ করেছেন। আব্দুস সোবহান গোলাপ সূর্যসেন হলে ছাত্রলীগ (কাদের – চুন্নু) জিএস পদে জয়লাভ করেছেন।