You dont have javascript enabled! Please enable it!

১০ মার্চ ১৯৭১ঃ ৯ম দিনে স্বাধিকার আন্দোলন

শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারাদেশে সরকারি ও আধাসরকারি অফিসের কর্মচারীরা দশম দিনের মতো কাজে যোগদানে বিরত থাকেন। বেসরকারি অফিস, ব্যাংক ও ব্যবসা কেন্দ্র খোলা থাকে। ঘরে ঘরে সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে কালো পতাকা ওড়ে। এমনকি রাজারবাগ পুলিশ লাইন, থানা ও হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবনেও কলো পতাকা উত্তোলিত হয়। ৪ টি প্রতিষ্ঠানের যৌথ লেখক শিল্পী মুক্তি সংগ্রাম কমিটি এক বিরাট মিছিল বের করে। মিছিলটি বায়তুল মোকাররম হতে শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে তারা শহীদ মিনারে এক সভা করে। নারায়নগঞ্জ জেলখানা ভেঙ্গে ৪০ জন হাজতি/কয়েদী পালিয়ে যায়। রক্ষীদের গুলিতে ১জন নিহত জন ২৫ আহত হয়।