১০ মার্চ ১৯৭১ঃ মুজিবের প্রস্তাবে পশ্চিম পাকিস্তানের ৪ প্রদেশের জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে — বেজেনজো
পশ্চিম পাকিস্তান ন্যাপ ওয়ালী এর সাধারন সম্পাদক গাউস বক্স বেজেনজো করাচীতে এক বিবৃতিতে জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠানে অনুকুল পরিস্থিতি সৃষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি বলেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের প্রস্তাব সমুহ দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ রূপ পরিগ্রহ করেছে তিনি বলেন মুজিবের প্রস্তাব সমুহ শুধু পূর্ব পাকিস্তানে নয় পশ্চিম পাকিস্তানের ৪ প্রদেশের জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন কল্পনা বিলাশের দ্বারা ঐ সব প্রস্তাবের কোনটিকেই জাতীয় অখণ্ডতা বা সংহতির পক্ষে ক্ষতিকর বলে আখ্যা দেয়া যাবে না।