You dont have javascript enabled! Please enable it! 1971.03.10 | আনন্দের কথা যে শেখ মুজিবুর রহমান কতিপয় শর্ত সাপেক্ষে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের বিষয় বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন - পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশিদ - সংগ্রামের নোটবুক

১০ মার্চ ১৯৭১ঃ পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশিদ

পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিরক্ষা সচিব এম খুরশিদ রাওয়ালপিন্ডিতে এক বিবৃতিতে বলেছেন ইহা খুব আনন্দের কথা যে শেখ মুজিবুর রহমান কতিপয় শর্ত সাপেক্ষে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের বিষয় বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ঐ সব শর্ত দেশের বর্তমান গনতান্ত্রিক গতিধারার সহিত পূর্ণ সামঞ্জস্য পূর্ণ এবং উহাতে প্রেসিডেন্ট এর ন্যায় ই শুভেচ্ছা ও সমঝোতা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে অই সব শর্ত পুরনে অলঙ্ঘনীয় অসুবিধা নেই বলে প্রকাশ করেন। তিনি বলেন জনগনের প্রতিনিধিদের কাছে যত শীঘ্র সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন ৭ মার্চের শেখ মুজিবের বিবৃতির পর আর বলার কিছুই নেই।