You dont have javascript enabled! Please enable it!

১০ মার্চ ১৯৭১ঃ স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদ সদস্য রেজাউল করিম মুস্তাক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বাঙালি সৈন্য, ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি পাকিস্তানী উপনিবেশবাদী সরকারের সাথে সহযোগিতা না করার আবেদন জানান। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে স্বাধীনতা সংগ্রামের কাজে নিয়োজিত প্রতিটি মুক্তিসেনাকে সকল প্রকার সাহায্য করার জন্য অনুরোধ করা হয়। কোন বাঙ্গালী বা বাঙ্গালী মালিকানাধীন প্রতিষ্ঠান স্বাধীনতা সংগ্রামের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে তাকে চরম শাস্তি দেয়া হবে।