১০ মার্চ ১৯৭১ঃ দেশের বর্তমান সঙ্কটের জন্য একচেটিয়া পুঁজিপতি ও আমলারাই দায়ী — সি.আর. আসলাম
লাহোরে ন্যাপ ভাসানী কেন্দ্রীয় মহাসচিব সি.আর. আসলাম এক বিবৃতিতে বলেন, শেখ মুজিবুর রহমান জাতীয় পরিষদে অংশ নেয়ার জন্য যে সকল পূর্ব শর্ত আরোপ করেছেন তা মেনে নেয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন শক্তি প্রয়োগের নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত অব্যাহত রাখা হলে দেশে বিচ্ছিন্নতার মনোভাব শক্তিশালী হয়ে উঠবে। এ সুযোগে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের সংহতি বিপন্ন করে তুলবে। তিনি বলেন দেশের বর্তমান সঙ্কটের জন্য একচেটিয়া পুঁজিপতি ও আমলারাই দায়ী। ভূট্টোও এ ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। ভূট্টোর হুমকিপূর্ণ মনোভাব ও ক্ষমতার লিপ্সাই রাজনৈতিক সঙ্কটকে আরো মারাত্মক করে তুলেছে।