You dont have javascript enabled! Please enable it!

১০ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিবুর রহমানের বিবৃতি

ঢাকায় শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছা অনিচ্ছাই আজ শেষ কথা বাংলাদেশের জনগণের নামে আমি যে নির্দেশ দিয়েছি সচিবালয়-সহ সরকারি ও আধাসরকারি অফিস আদালত, রেলওয়ে ও বন্দরগুলোতে তা পালিত হচ্ছে। যারা মনে করেছিলেন যে শক্তির দাপটে আমাদের উপর তাদের মত চাপিয়ে দিবেন বিশ্ব এর দরবারে তাদের চেহারা আজ নগ্ন ভাবে ধরা পড়েছে। বিশ্ব জনমত বা পশ্চিম পাকিস্তানের চিন্তাশীল মানুষের কাছে তারা বাংলার নিরীহ নিরস্র মানুষের উপর শক্তির নগ্ন প্রয়োগের যৌক্তিকতা প্রমানে ব্যর্থ হয়েছেন।  এতদসত্তেও বিবেক বর্জিত সেই শক্তি তাদের বেপরোয়া পথই সমানে অনুসরন করে চলেছেন। তারা ইতিমধ্যে অস্র সস্র আনয়ন করছেন। তাদের কার্যক্রমে বিদেশীদের মনে অজানা আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা দলে দলে বাংলাদেশ ত্যাগ করছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের সমালোচনা করে বলেন তিনি তার স্টাফদের নিরাপত্তার কথা বলে সরিয়ে নিতে চাচ্ছেন এতে তার দায়িত্ব শেষ হয়ে যায় না কারন যে হুমকি আজ উদ্যত হয়েছে তা গণহত্যার হুমকি সে হুমকি বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের জন্য জাতিসংঘ সনদের সংরক্ষিত মৌলিক মানবাধিকার অস্বীকৃতির নামান্তর।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!