একাত্তরের এপ্রিল থেকেই শরনার্থীদের জন্য রাস্তায় সাহায্য সংগ্রহ করছে ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। এছাড়া শেখ মুজিবের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতার সমর্থন ও দ্রুত স্বীকৃতির জন্য নিয়মিত আন্দোলন করেছেন তারা।
দ্রষ্টব্য – একাত্তরের ভারতের অবদান নিয়ে পোস্ট করলেই কেউ কেউ আমাদের গালি দিতে শুরু করেন। বা বর্তমান ভারত টেনে আনেন। দুটোর রাজনৈতিক প্রেক্ষাপট সময়কাল নেতৃত্ব ভিন্ন এবং কোন যোগসূত্র না থাকলেও সুকৌশলে বর্তমান দিয়ে শুরু করে একাত্তরে নিয়ে শেষ করেন অনেকে। এই গোত্রের লোক লীগ-বিএনপি-জামাত সহ সব দলে আছে। অন্যের নিমক খেয়ে বেঁচে থাকার পর সেটাকে অস্বীকার করাকে বলা হয় ‘নিমকহারামি’। ভারত সাহায্য না করলে রাশিয়ার ভেটো কিভাবে আসতো আর মুক্তিযোদ্ধারা কোন দেশের ট্রেনিং পেতো তা ভাবা দরকার। মুক্তিযুদ্ধ নিশ্চয়ই হাডুডু খেলা ছিল না।
ভিডিও প্রকাশ – ৫ এপ্রিল ১৯৭১
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।