বাঙলাদেশ সংগ্রামের প্রতি আন্তর্জাতিক ছাত্র সংস্থার সংহতি প্রকাশ
মুজিবনগর, ৭ অক্টোবর- পাক সামরিক শাসকদের দ্বারা পূর্ববঙ্গের সাম্প্রতিক ব্যাপক গণহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস (আই ইউ এস) সম্প্রতি এক বিবৃতি দিয়েছে। বাঙলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি শ্রী নুরুল ইসলামের নিকট প্রেরিত এক তারবার্তায় আই ইউ এস সম্পাদকমন্ডলী পাক সরকার। কর্তৃক জনসাধারণ, ছাত্র ও বুদ্ধিজীবী হত্যার তীব্র নিন্দা করে অবিলম্বে ঐ গণঅত্যাচার বন্ধের দাবি জানিয়েছে। তারবার্তায় আই ইউ এস সম্পাদক বাঙলাদেশবাসীদের মুক্তিসংগ্রামকে শান্তি, প্রগতি ও গণতন্ত্রের সপক্ষে সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রামের অংশ বলে উল্লেখ করেছেন এবং মুক্তিসংগ্রামের প্রতি ১০০টি দেশের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের পক্ষে সংহতি জানিয়েছেন। উল্লেখযােগ্য ভিয়েতনাম, কম্বােডিয়া, লাওস, প্যালেস্টাইন, মােজাম্বিক সহ প্রায় ১০০টি দেশের কেন্দ্রীয় ছাত্র সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস (আই ইউ এস) এর অন্তর্ভুক্ত। বাঙলাদেশ ছাত্র ইউনিয়ন ও (পূর্বতন এপসু) আই ইউ এস এর সদস্যভুক্ত। এবং বাঙলাদেশের মুক্তিসংগ্রাম ঐ সমস্ত দেশের সংগ্রামী ছাত্রদের সমর্থন লাভ করেছে। আই ইউ এস সদস্য ছাত্র সংগঠনগুলির কাছে এক আবেদনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাঙলাদেশ ছাত্র ইউনিয়নের পাশে সমস্ত রকমের সাহায্য নিয়ে দাঁড়াতে বলেছে।
শেখ মুজিবের পক্ষে বিশ্ব বিবেক বিশ্ব শ্রমিক সংস্থা পৃথিবীতে শ্রমিকদের সব থেকে বড় আন্তর্জাতির সংস্থা। প্রায় প্রতিটি দেশেই ডব্লিউ, এফ, টি-এর শাখা আছে। এই সংস্থা শেখ মুজিবের বিচার প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁর আশু মুক্তি দাবি করেছে। এর অর্থ হচ্ছে পশ্চিম পাকিস্তানী সামরিকচক্রের বীভৎস কার্যকলাপের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত দেশের শ্রমিক শ্রেণির প্রতিবাদ
সূত্র: কালান্তর, ৮.১০.১৯৭১