৯ মার্চ ১৯৭১ঃ জাহাজ মিছিল
পূর্ব পাকিস্তান জাহাজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নারায়নগঞ্জ থেকে সোনাকান্দা ঘাট এবং আদমজী জুট মিল পর্যন্ত নদীপথে ছোট বড় ১০ টি জাহাজের শ্রমিকেরা এক বিরাট মিছিল বের করে। জাহাজের মিছিলে অংশগ্রহন কারীদের হাতে লাঠি ছিল। স্লোগানে তারা নদীর দুই কুল কাপিয়ে তোলে। এ সময়ে নদীর ধারে ব্যাপক জনসমাগম হয়। তীরের জনগণও স্লোগান দেয় এবং হাত তুলে অভিবাদন জানায়। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই মিছিল চলে। নেতৃত্ব দেয় এরাবিয়ান নামে এক জাহাজ। পূর্ব বাংলায় এধরনের মিছিল এই প্রথম। জাহাজে প্রাদেশিক পরিষদ সদস্য আফজাক হোসেন উপস্থিত ছিলেন। মিছিল শেষে নারায়ন গঞ্জ টার্মিনাল ঘাটে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় এম পি এ আফজাল ছাড়াও বক্তব্য দেন আলি আহাদ, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম।