You dont have javascript enabled! Please enable it!

৯ মার্চ ১৯৭১ঃ বিদেশী নাগরিক অপসারন

জাতিসংঘের মহাসচিব উথান্ট প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের স্টাফ ও তাঁদের পরিবারবর্গকে প্রত্যাহারের জন্য ঢাকাস্থ জাতিসংঘের উপ আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। ঢাকাস্থ জাতিসংঘের উপ আবাসিক প্রতিনিধি জার্মান নাগরিক কার্ল ফ্রিতজ উলফের নিকট প্রেরিত এক তারবার্তায় যে কোন বেবস্থা গ্রহনের জন্য তাকে ক্ষমতা দেয়া হয়েছে।  জাপানের পররাষ্ট্র দফতর পূর্ববঙ্গে অবস্থিত তার দেশের নাগরিকদেরও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তারা একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে। তারা প্রথম দফায় ১৫০ জনকে জাপানে স্থানান্তর করবে।  পশ্চিম জার্মান সরকার তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য সামরিক বিমান পাঠিয়েছে। গতকাল তারা ১১৭ জন নাগরিককে ব্যাংকক স্থানান্তর করেছে। বিমানটি আরেকবার এসে আরও নাগরিক স্থানান্তর করবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!