You dont have javascript enabled! Please enable it!

ডাকসু ৭৯

স্বাধীনের পর ২য় বা ৩য় ডাকসু নির্বাচন হয় ২৪ জুলাই ১৯৭৯ সালে সামরিক আইন উঠে যাওয়ার পর। এ নির্বাচনে ১১টি হলে মোট ভোটার সংখ্যা ছিল ১৭২২২ জন। ভোট গ্রহনের সময়সীমা ছিল সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। হল সংসদ নির্বাচনের গননা হলেই এবং ডাকসুর গননা কলাভবনে সম্পন্ন করা হয়। টানা ২৪ ঘণ্টা ভোট গননা চলে। ডাকসুতে ১৯ পদে ৩৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে ভিপি পদে ২৫ জন জিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে। তারকা প্রার্থীদের মধ্যে ছিলেন ফুটবলার খুরশিদ বাবুল আবাহনী, ওয়াহিদুজ্জামান খান পিনটু ব্রাদার্স, ছাত্রলীগ (মান্না), কামরুন্নাহার ডানা, আলী রিয়াজ ছাত্রলীগ (মান্না), জাফর ওয়াজেদ ছাত্রলীগ (কাদের – চুন্নু) , রুদ্র মোঃ শহিদুল্লাহ, কাজি মশহুরুল হুদা। নির্বাচনে ছাত্রলীগ (মান্না) ১৯ টির মধ্যে ১৫ পদে জয়লাভ করে বাকী ৪টি সাধারন সদস্য পদে ছাত্রলীগ (কাদের – চুন্নু) জয়লাভ করে। হলের ১৫১টি পদের মধ্যে মান্না ছাত্রলীগ ৮৯টি পদে জয়লাভ করে। ডাকসুর ভিপি পদে মাহমুদুর রহমান মান্না ভোট পান ৩২৩৭টি নিকটতম ছাত্রলীগের ওবায়দুল কাদের পান ১৯৫৫ ভোট। ছাত্র ইউনিয়নের আকরাম হোসেন পান ১০৭৩ ভোট আর শিবিরের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পান ৭৫২ ভোট।  ডাকসুর জিএস পদে আখতারুজ্জামান পান ২৭০৪ ভোট নিকটতম ছাত্রলীগ (কাদের – চুন্নু) এর রবিউল আলম চৌধুরী পান ২৩২৪ ভোট। ছাত্র ইউনিয়নের মান্নান পান ৮৭৫ ভোট আর ছাত্রদলের নজরুল ইসলাম পান ৫০৭ ভোট।  বিশেষ উল্লেখ যোগ্য প্রার্থী ছাত্রলীগ (মান্না) এর শিরীন আখতার ছাত্রী মিলনায়তন পদে এবং আলী রিয়াজ সাহিত্য সম্পাদক পদে জয়লাভ করেন। রোকেয়া হলে জিএস পদে ছাত্রদলের সেলিনা আখতার জয়লাভ করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!