৮ মার্চ ১৯৭১ঃ নুরুল আমীন
পিডিপি প্রধান নুরুল আমীন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পদ্ধতির ব্যাপারে একটি কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবের সাথে আলোচনার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন দেশ এখন ভয়াবহ সংকটের সম্মুখীন এবং এই মুহূর্তে বিরোধ নয় মৈত্রীর মনোভাব নিয়েই সকলের এগিয়ে আসা উচিত। যদিও অনেক দেরী হয়ে গেছে তবুও আমাদের পবিত্র কর্তব্য এই বিস্ফোরণমুলক অবস্থা থেকে আমাদের উত্তরন করা। ইয়াহিয়ার ভুলে যাওয়া উচিত হবে না যে ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অকস্মাৎ স্থগিত করাকে কেন্দ্র করে দেশে গন অভ্যুত্থানের উদ্ভব হয়েছে।