৮ মার্চ ১৯৭১ঃ মশিউর রহমান
ন্যাপ সাধারন সম্পাদক মশিউর রহমান পূর্ব পাকিস্তানে ১ মার্চ থেকে এ পর্যন্ত যতজন নিহত হয়েছেন তার সঠিক সংখা প্রকাশের দাবী জানিয়েছেন। তিনি বলেন টঙ্গীতে নিরীহ শ্রমিকদের যে নির্দয় ভাবে হত্যাকাণ্ডের খবর পত্রিকায় প্রকাশ করা হয়েছে তা বাংলার মানুষকে বিক্ষুব্দ করে তুলেছে। ব্রিটিশ আমল থেকে কিছুদিন আগ পর্যন্ত সরকারের বাহিনীর হাতে কেউ মারা গেলে সঠিক সংবাদ প্রেসনোটের মাধ্যমে জানানো হয় তা এক্ষেত্রে করা হয় নি ধামা চাপা দেয়া হয়েছে। রেডিওতে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। বাঙ্গালীকে নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ থেকে এভাবে বঞ্চিত করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণণের বেবস্থা প্রেস সেন্সরশিপ প্রত্যাহার করে নেয়ার দাবী জানান। তিনি পশ্চিম পাকিস্তান হতে বাঙ্গালীদের প্রদেশে ফিরে আসার ব্যাপারে বাধদানের তীব্র সমালোচনা করেন।