You dont have javascript enabled! Please enable it!

ঠাণ্ডা মাথায় খুন

মাসখানেক পরের কথা, আমি রাওয়ালপিণ্ডিতে বদলি হয়েছি। এখানে ঢাকার খবরাখবর প্রায় সব পাওয়া যায়। পিণ্ডি এসে শুনলাম আমাদের বেঙ্গল রেজিমেন্টের কর্নেল মুশতাককে বুকে পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয়েছে ঢাকার সেনাসদরের একটি অফিস কক্ষে। যে পাঞ্জাবি অফিসার তাকে হত্যা করেছে সেও বেঙ্গল রেজিমেন্টের। যখন হত্যা করা হয় মুশতাক তখন উর্দি পরিহিত ছিলেন। মুশতাক বিদ্রোহ করে সীমান্ত পার হন নি। বরং প্রমােশন পেয়ে অতি বাধ্য অফিসারের মতাে সেনাসদরে এসেছিলেন তার জন্য কি আদেশ জানতে। আদেশের পরিবর্তে জুটলাে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি। অথচ ঘাতক অফিসারটির কোনাে শাস্তি হয় নি। পঁচিশে মার্চের সময় অনুরূপভাবে অফিসে ঢুকে কর্নেল হাইসহ অনেক ক’জন অফিসারকে হত্যা করা হয়েছে জানতাম; কিন্তু তার দু’তিন মাস পরও একই ধরনের ঘটনা ঘটল কীভাবে? ভাবতে লাগলাম—এরা কি চায়? এরা কতাে দূর যাবে?

সূত্র : পূর্বাপর ১৯৭১ – পাকিস্তানি সেনা-গহবর থেকে দেখা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!