৭ মার্চ ১৯৭১ঃ ঢাকা বেতার বন্ধ
রেসকোর্সের শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাসন সরাসরি সম্প্রচার না করায় জনগনের বিক্ষোভের মুখে বেতার কর্মচারীরা বেতারের সম্প্রচার কার্যক্রমে দায়িত্বপালন না করায় বিকেল তিনটা থেকে ঢাকা বেতারের প্রচার বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭ টার দিকে চলন্ত গাড়ী থেকে বেতার ভবনের আঙ্গিনায় ২ টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বেতার কতৃপক্ষ আগে ঘোষণা করেছিল তারা ভাষণ সরাসরি সম্প্রচার করবে কিন্তু অজ্ঞাত কারনে পরে তা আর করেনি। বেলা ২ টা থেকে বেতারে দেশাত্মবোধক গান সম্প্রচার করা হচ্ছিল। অধিবেশন বন্ধের সময় নিয়ম মোতাবেক পাকিস্তানের জাতীয় সঙ্গীতের যন্ত্র সঙ্গীত বাজানো হয়নি। গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ভাষণের পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দিলে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে ঢাকা বেতার কেন্দ্র পুনরায় চালু হয়।