You dont have javascript enabled! Please enable it!

৭ মার্চ ১৯৭১ঃ বিদেশীরাও প্রদেশ ত্যাগ করছেন।

গতকাল পশ্চিম জার্মানির বিমানবাহিনীর বোয়িং ৭০৭ যোগে পশ্চিম জার্মানির ১২৮ জন নাগরিক প্রদেশ ছেড়ে ব্যাংকক পৌঁছেছে। আজও বিমানটি ফিরে এসে ঢাকা থেকে আরও নাগরিক নিয়ে ব্যাংকক যাবে। ডাচ নাগরিকদের নেয়ার জন্য কে এল এম এর একটি বিশেষ বিমান এবং ব্রিটিশ নাগরিকদের নেয়ার জন্য বোয়াক এর বিশেষ বিমান ঢাকা এসে পৌঁছেছে। ব্রিটেনের ঢাকাস্থ উপ হাই কমিশনার ফ্রাঙ্ক সার্জেন্ট এর মাধ্যমে ব্রিটেন তাদের নাগরিকদের যাদের ঢাকা অবস্থান জরুরী নয় তাদের ফেরত আসতে বলে দিয়েছে। নির্দেশটি বিবিসি সম্প্রচার করেছে। প্রদেশে ১০০০ ব্রিটিশ নাগরিক রয়েছেন এদের মধ্যে ৪০০ জন ঢাকায় বসবাস করেন। রয়টার জানায় প্রদেশের অস্থিরতায় এখনও কোন ব্রিটিশ নাগরিকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!