৭ মার্চ ১৯৭১ ঃ ৭ মার্চের মুখ
রেসকোর্সের ময়দানে হাজারো মা বোনের উপস্থিতি ছিল। তাদের হাতে ছিল লাঠি লোহার রড। সভাস্থলের সম্মুখভাগে থাকা মনোয়ারা বিবি (৫০+) এর স্লোগান সবার দৃষ্টি আকর্ষণ করে। গায়ে মলিন এবং ছিন্ন বস্র পরিধানকৃত মহিলাটি সাথে বহন করছিলেন তার সমান সাইজের বাঁশটি। তিনি স্লোগানের পাশাপাশি স্ব রচিত দেশাত্মবোধক জারিগানের মাধ্যমে সভার একাংশ মাতিয়ে রাখেন। তার গানেই ছিল ২৩ বছরের শোষণ বঞ্চনার ইতিহাস। সাংবাদিকদের দেখেই দু আঙ্গুলের ভি দেখিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। মনোয়ারা বিবির বাড়ী ঝালকাঠি জেলার নবগ্রামে। ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন বরিশাল মুসলিম হাই স্কুলে। তার স্বামী ছিল দর্জি। তিনি বিধবা হন ১০-১৫ বছর আগে। এর পর তিনি সিলেট চলে যান এবং সেখানে দর্জির কাজ ও কাপড় বিক্রয় করতেন। ঢাকায় এসে ফুটপাথে ব্যবসা করতে এসে পুলিশের তাড়া খেয়েছেন। পুলিশ তার দোকান ভেঙ্গে দেয়ার পর তিনি এখন ভিক্ষে করেন।