৭ মার্চ ১৯৭১ঃ স্বাধীকারের দাবীতে লন্ডনে বাঙ্গালীদের বিক্ষোভ।
লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে স্বাধীনতার দাবীতে ১০০০০ বাঙ্গালী এক বিক্ষোভ মিছিল করে। পুলিশ এ সময়ে হাই কমিশন ভবন ঘিরে রাখে। বিক্ষোভ কারীরা পিপলস পার্টি চেয়ারম্যান ভুট্টোর বিরুদ্ধে স্লোগান দেয়। তারা হাই কমিশনে একটি স্মারকলিপি প্রদান করে যাতে অবিলম্বে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানানো হয়। বিক্ষোভকারীদের সাথে কথা বলার জন্য হাই কমিশনার ভবন থেকে বের হয়ে আসলে বিক্ষোভকারীরা তার প্রতি ঢিল ছুড়ে। ঢিলে তিনি সামান্য আহত হন। পুলিশ পরে তাকে ভিতরে নিয়ে যান। এসময়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি হলে কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পুলিশের কিছু হেলমেট খোয়া যায়। এর আগেও ২৮ তারিখে হাইকমিশনের সামনে অনুরূপ বিক্ষোভ মিছিল করে লন্ডন আওয়ামী লীগ।