৭ মার্চ ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানের নেতা, বুদ্ধিজীবীদের মুজিবের প্রতি সমর্থন
পশ্চিম পাকিস্তানের কয়েকজন রাজনৈতিক নেতা, ট্রেড ইউনিয়ন নেতা, ছাত্র,সমাজসেবী, বুদ্ধিজীবীদের একাংশ শেখ মুজিবের প্রতি সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ট্রেড ইউনিয়ন নেতা মীর্জা ইব্রাহিম, সাইয়িদ মুইনুদ্দিন, কবি ও ন্যাপ ওয়ালি নেতা হাবিব জালিব, আমিন মোঘল, নাসিম শামিম মালিক, হাফিজ কোরেশী, ছাত্রনেতা মুজতবা হসাইন। তাদের উপস্থিতিতে লাহোরে এক সভায় তারা পূর্ব পাকিস্তানে নিহতদের জন্য ফাতেহা পাঠ করেন। সভায় আওয়ামী লীগ নেতা হামিদ সরফরাজ সদ্য মুক্ত, এয়ার মার্শাল নুর খানও উপস্থিত ছিলেন। সভায় নুর খান বলেন তিনি বিশ্বাস করেন না শেখ মুজিব পাকিস্তান ভেঙ্গে ফেলবেন।