৬ মার্চ ১৯৭১ঃ আওয়ামী লীগ
প্রেসিডেন্টের বেতার ভাষণের অব্যবহিত পরেই শেখ মুজিবের ধানমণ্ডির বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির এক যুক্ত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘন্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্টের বেতার ভাষণের আলোকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে ঢাকায় হত্যাযজ্ঞের প্রতিবাদে পাঞ্জাব আওয়ামী লীগ লাহোরের গুলবাগে বিক্ষোভ মিছিল করার সময় আওয়ামী লীগের ২ কেন্দ্রীয় সহ সভাপতি বি এ সলিমি এবং মালিক সরফরাজ সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উভয় নেতা সকালেই ঢাকা থেকে লাহোর পৌঁছান। আটকদের মধ্যে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কিছু বাঙালি ছাত্র আছেন।
আগামী কাল রেসকোর্সে আওয়ামী লীগের জনসভা।