৬ মার্চ ১৯৭১ঃ ঢাকা জেলের গেট ভেঙ্গে ৩৪১ জন কয়েদীর পলায়ন।
সকাল ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল জেলের প্রধান গেট ভেঙ্গে এবং পিছনের দিকের দেয়াল টপকে ৩৪১ জন কয়েদী পালিয়ে যায়। পালানোর সময় পুলিশের গুলিতে ৭ জন কয়েদী নিহত এবং ৩০ জন আহত হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মদ্ধে ১৬ জনকে সেই দিনেই গ্রেফতার করা হয়েছে। সকালের খাবার নিয়ে বিরোধের জের হিসাবে এই ঘটনা ঘটে। কয়েদীদের সাথে সংঘর্ষে ৬ জন গার্ড একজন অফিসার আহত হন।