You dont have javascript enabled! Please enable it! 1971.03.06 | ওয়ালী ন্যাপ এর জনসভা - সংগ্রামের নোটবুক

৬ মার্চ ১৯৭১ঃ ওয়ালী ন্যাপ এর জনসভা

নিউমার্কেটের সামনে বিকেল ৩ টায় ওয়ালী ন্যাপ এর এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জন সভায় প্রাদেশিক ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ এর সভাপতিত্তে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন আহমেদ, মতিয়া চৌধুরী, জনসভায় প্রাদেশিক ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন গত কয়েকদিনে বাংলায় যে রক্তাক্ত সংগ্রাম শুরু হয়েছে তা বাংলাদেশের শোষণ মুক্তির সংগ্রাম। তিনি বলেন এখন পর্যন্ত যারা প্রান দিয়েছেন তারা ৬ বা ১১ দফার জন্য প্রান দেননি তারা প্রান দিয়েছেন শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। নিহত এসব বীর সৈনিকদের সংগ্রামে যদি কোন দল এগিয়ে না আসে তবে তার দল একাই তাদের সংগ্রামে শামিল হবে। মহিউদ্দিন তার বক্তৃতায় বলেন পার্লামেন্ট দ্বারা বাংলার সমস্যার সমাধান সম্ভব নয় তিনি আন্দোলন সংগ্রাম তীব্রতর করার জন্য জনগনের প্রতি আহবান জানান। মতিয়া চৌধুরী তার বক্তৃতায় বলেন শাসক গোষ্ঠী যত রক্তপাত ঘটাবে বাংলার আন্দোলন তত তীব্র হবে। তিনি নিরীহ জনগনের উপর গুলি চালানো বন্ধের আহবান জানিতে বলেন অন্যথায় তারাও যথাযথ ভাসায় তার প্রত্যুত্তর দিবে। তিনি বাংলার জনগনের ন্যায় বালুচদের ও একইরকম আন্দোলন গড়ে তোলার আহবান জানান।