You dont have javascript enabled! Please enable it! 1971.03.06 | ষষ্ঠ দিনে আন্দোলন | খুলনায় ১৮ জন নিহত | ছাত্রলীগ রাজপথে লাঠিমিছিল | মহিলা আওয়ামী লীগ শহীদ মিনারে | প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক প্রতিবাদ | সাংবাদিক সমাজ ও লেখক সংঘ বাইতুল মোকাররম এলাকায় সভা | সাধারন শিক্ষক সমাজ শহীদ মিনারে প্রতিবাদ | ওয়ালি ন্যাপ নিউমার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ | বাংলা ন্যাশনাল লীগ পলটনে বিক্ষোভ সমাবেশ | বাংলা একাডেমীতে শিল্পী সমাজ সমাবেশ - সংগ্রামের নোটবুক

৬ মার্চ, ১৯৭১ঃ ষষ্ঠ দিনে আন্দোলন

ঢাকায় ষষ্ঠ দিনের মতো হরতাল পালনকালে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আসে।
খুলনায় নতুন করে সংঘর্ষে ১৮ জন নিহত ৬৪ জন আহত। নিহতদের মধ্যে ১১ জন কাবুলিওয়ালা। ছাত্রলীগ রাজপথে লাঠি মিছিল করে। মহিলা আওয়ামী লীগ শহীদ মিনারে সমাবেশ করে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক প্রতিবাদ বিক্ষোভ করেন। সাংবাদিক সমাজ ও লেখক সংঘ বাইতুল মোকাররম এলাকায় সভা ও শোভাযাত্রা করে। সাধারন শিক্ষক সমাজ শহীদ মিনারে প্রতিবাদ বিক্ষোভ করেন। ওয়ালি ন্যাপ নিউমার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। বাংলা ন্যাশনাল লীগ পলটনে বিক্ষোভ সমাবেশ করে। মহিলা পরিষদ বাইতুল মোকাররম এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। বাংলা একাডেমীতে শিল্পী সমাজ সমাবেশ করে।