৬ মার্চ ১৯৭১ঃ ভুট্টো ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়েছেন।
পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে বলেন ৬ দফা কর্মসূচীতে যদি কোন রদবদলের অবকাশ না থাকে তবে আমরা আওয়ামী লীগের সাথে ভবিষ্যৎ শাসনতন্ত্রের প্রকৃতি নিয়ে আলোচনা করতে রাজি আছেন। তিনি বলেন তার দল ২৫ তারিখের অধিবেশনে যোগ দিতে রাজি আছে। তিনি বলেন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এখন যদি পরিষদে কোন অসুবিধা সৃষ্টি হয় আমরা দায়ী থাকব না। শাসনতন্ত্র এলএফও অনুযায়ী হবে কিনা এ বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দল জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করে বলেন তার দল পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ এবং পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে সরকার গঠনের দাবীদার একটি রাজনৈতিক দল। পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তিনি বলেন ইহা অত্যন্ত বেদনাদায়ক এবং এতে আমরা দুঃখিত।