You dont have javascript enabled! Please enable it!

৬ মার্চ ১৯৭১ঃ নওয়াবজাদা শের আলী খান

সাবেক তথ্যমন্ত্রী নওয়াবজাদা শের আলী খান শেখ মুজিব ও পূর্ব পাকিস্তানের অন্যান্য নেতাদের সাথে মিলিত হওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অবিলম্বে পূর্ব পাকিস্তান সফরে যাওয়ার অনুরোধ করেছেন। যে পরিস্থিতিতে শেখ মুজিব প্রেসিডেন্ট আহুত গোল টেবিল বৈঠকে যোগদানের আমন্ত্রন প্রত্যাখ্যান করেন সেই উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একজন খাটি মুসলমান এবং পাকিস্তান আন্দোলনে তার অতীত ভুমিকার প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান দেশের সার্বভৌমত্ব ও ইসলামের পতাকা সমুন্নত রাখবেন বলে তিনি গভীর আশা প্রকাশ করেন। পাকিস্তানের আদর্শ এবং দেশ রক্ষার দায়িত্ব এখন শেখ সাহেবের উপরই বেশী করে বর্তিয়েছে কারন তিনিই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা।
নোটঃ পাকিস্তান সেনা বাহিনীর মেজর জেনারেল ও ইয়াহিয়া ক্যাবিনেট এর মন্ত্রী ছিলেন।