৫ মার্চ ১৯৭১ঃ পীর মহসেন উদ্দিন দুদু মিয়া
জমিয়তে ওলামায়ে ইসলামের প্রাদেশিক সভাপতি পীর মহসেন উদ্দিন দুদু মিয়া এক বিবৃতিতে বলেন সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিদের মতামতকে উপেক্ষা করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে এবং পার্লামেন্টারি সভা ডেকে দেশবাসীর রায়ের প্রতি অবমাননা করেছেন। তিনি বলেন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে জনগনের অধিকার ক্ষুন্ন করেছেন এবং কায়েমি স্বার্থবাদীমহলের পক্ষে স্বার্থ রক্ষা করে চলেছেন। তিনি ইয়াহিয়াকে হুশিয়ার করে বলেন মেশিন গানের গুলি দ্বারা সাত কোটি বাঙ্গালীর স্বাধিকার আদায়ের দাবীকে দাবিয়ে রাখা যাবে না। তিনি ৭ মার্চের পূর্বেই জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবী জানান। তিনি বাঙালি জাতির এই আজাদি সংগ্রামে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন।