You dont have javascript enabled! Please enable it!

৫ মার্চ ১৯৭১ঃ ইয়াহিয়া ভুট্টো আলোচনা শেষে পার্টির মুখপাত্র আবদুল হাফিজ পীরজাদা

রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে পিপলস পার্টির প্রধান ভুট্টোর আলোচনা বৈঠক শেষে পার্টির মুখপাত্র আবদুল হাফিজ পীরজাদা মন্তব্য করেন, জাতীয পরিষদের অধিবেশন স্থগিত রাখার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া যেভাবেই বিচার করা হোক না কেন, তা অত্যন্ত অবাঞ্ছিত এবং আদৌ যুক্তিযুক্ত নয়। তিনি বলেন অধিবেশন স্থগিত রাখায় পূর্ব পাকিস্তানে যা ঘতেছে তাতে পিপিপিকে দায়ী করা ঠিক নহে। তিনি বলেন তার দল দেশের অখণ্ডতার জন্য লড়াই করে যাবে। পীর জাদা বলেন পাকিস্তানের ২৩ বছরের ইতিহাসে এমন সঙ্কট আর দেখা যায়নি। সম্মেলনে দলের সাধারন সম্পাদক জালাল আব্দুর রহিম, গোলাম মোস্তফা খার উপস্থিত ছিলেন। পিপলস পার্টির চেয়ারম্যান ভুট্টো রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে ৫ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা করেন।