You dont have javascript enabled! Please enable it! 1971.03.04 | বীর সংগ্রামীদের প্রাণরক্ষার্থ শত শত নারী-পুরুষ ও ছাত্রছাত্রীর ব্লাড ব্যাঙ্কে রক্ত দান - সংগ্রামের নোটবুক

৪ মার্চ ১৯৭১ঃ ব্লাড ব্যাঙ্কে রক্ত দান।

স্বাধিকার আন্দোলনে গুলিতে আহত মুমূর্ষু বীর সংগ্রামীদের প্রাণরক্ষার্থ শত শত নারী-পুরুষ ও ছাত্রছাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন। নারায়ণগঞ্জ হতে ৩২ জন মাঝি ও রিকশা চালক রক্ত দিতে ঢাকা মেডিক্যালে আসেন। প্রচুর লোক রক্তদিতে আসলেও এদিন ৪৭ জনের রক্ত নেয়া হয়েছে ৭২ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। স্বাস্থ্যগত কারনে অনেককেই ফিরিয়ে দেয়া হয়েছে। অনেক বিদেশী নাগরিকও রক্ত দিতে এসেছেন।