৪ মার্চ ১৯৭১ঃ মওলানা ভাসানীর ঢাকা ত্যাগ
ঢাকায় ১২ ঘণ্টা অবস্থান করার পর মওলানা ভাসানী সন্তোষ ফিরে গেছেন। ঢাকায় তিনি জাতীয় লীগের আতাউর রহমানের সাথে বৈঠক করেছিলেন। ১ তারিখ শেখ মুজিব তার কাছে প্রতিনিধি প্রেরন করে ঢাকায় আসতে বলায় তিনি ঢাকা এসেছিলেন কিন্তু তিনি শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেননি। তিনি এক বিবৃতিতে বলেন সাত কোটি বাঙ্গালীকে লাহোর প্রস্তাবের আলোকে সার্বভৌমত্ব অর্জনে বাধা দিলে বীর বাঙ্গালী চূড়ান্ত সংগ্রামে অবতীর্ণ হবে। তিনি অকুতোভয় বীর বাঙ্গালীদের আন্দোলন সংগ্রামে অংশ নেয়ায় তাদের অভিনন্দন জানান।