৪ মার্চ ১৯৭১ঃ করাচীতে ভুট্টো
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ভুট্টো করাচীতে দুদিন ব্যাপী পিপিপি কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের সংহতির জন্য তাঁর দল যদ্দুর সম্ভব ৬-দফার কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ৬ দফা মেনে নেয়া এবং দেশ বিচ্ছিন্ন হওয়ার মধ্যে কোন পার্থক্য আছে কি? তিনি অবশ্য যোগ করেন পিপিপি ৬ দফাকে বিচ্ছিন্নতাবাদী মনে করেনা। তিনি বলেন পরিষদে যোগদানের আগেই পরিষদের বাহিরে শাসনতন্ত্র প্রশ্নে আলোচনা হওয়া উচিত।