বাঙলাদেশের সংগ্রাম জাতীয় মুক্তি বিপ্লব
কমিউনিস্ট পার্টির বাঙলাদেশের মুক্তি সংগ্রামকে জাতীয় মুক্তির বিপ্লব হিসাবে চিহ্নিত করে এক প্রস্তাবে বাঙলাদেশ সরকারের আশু স্বীকৃতি দাবি করেছে। শ্রীভবানী সেন আনীত এই প্রস্তাবে, মুক্তি সংগ্রামে বাঙলাদেশ কমিউনিস্ট পার্টির ভূমিকায় অভিনন্দন জানিয়ে এই জাতীয় আন্দোলনকে সফল করার জন্য পার্টিকে চতুগুণ শক্তি নিয়ােগ করতে বলা হয়েছে। কমিউনিস্ট পার্টির পাঞ্জাব রাজ্য থেকে আগত প্রতিনিধিরা সম্মেলনের স্থান থেকেই এক হাজার টাকা সংগ্রহ করে বাঙলাদেশের শরণার্থীদের সাহায্য হিসাবে দেন।
সূত্র: কালান্তর, ১১.১০.১৯৭১