You dont have javascript enabled! Please enable it!

প্রাভদার সমালােচনা ওয়াশিংটন পােস্ট ভারত-পাক সংঘর্ষ বাধাতে চাইছে

মস্কো, ২০ নভেম্বর (ইউএনআই) জানিয়েছে গতকাল প্রাভদা’ মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পােস্ট’ এর কঠোর সমালােচনা করে বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে শান্তি পূর্ণ মীমাংসার অন্বেষণ বানচাল করে সামরিক সংঘর্ষ বাধাবার চেষ্টা ঐ পত্রিকাটি চালাচ্ছে।
মার্কিন ভাষ্যকর এ্যালসপ ‘ওয়াশিংটন পােস্ট এ হাল লিখেছেন “পাকিস্তানের দুর্বলতার সুযােগ নিয়ে ভারত তার বিরুদ্ধে একটা আঘাত করতে যাচ্ছে।”
‘প্রাভদা’র বিশিষ্ট ভাষ্যকার ওলেগ ওয়েস্কোভ এক প্রবন্ধে এ্যালসপের উপরােক্ত বক্তব্যের কড়া সমালােচনা করে বলেছেন, এ্যালসপ এই তথ্যটির এড়িয়ে গিয়েছেন যে, পশ্চিম পাকিস্তানের প্রতিক্রিয়াশীল মহলগুলি অনেক দিন আগে থেকেই তাদের নগর ও শহরে দেয়ালগুলিতে “ভারতকে চূর্ণ কর” স্লোগানের প্ল্যাকার্ডে ছেয়ে ফেলেছে এবং সীমান্তে প্রতিদিনই সংঘর্ষের প্ররােচনা দিচ্ছে। এ্যালসপ সুবিধাজনক ভাবেই এই ঘটনা সম্পর্কেও কোন আগ্রহ দেখান নি যে, নিজের অসুবিধা সত্ত্বেও ভারত মানবতা দেখিয়েছে, দমনপীড়নের হাত থেকে রক্ষা পাবার জন্য যে নব্বই লক্ষাধিক শরণার্থী ভারতে এসেছে তাদের লালন করছে।
তিনি বলেছেন পূর্ববঙ্গের সমস্যার একটা রাজনৈতিক সমাধান হওয়া দরকার যাতে শরণার্থীরা নিরাপদে তাদের দেশে ফিরে যেতে পারে।

সূত্র: কালান্তর, ২১.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!