২ মার্চ ১৯৭১ঃ ধানমণ্ডি বাসভবনে সমবেত জনতার উদ্দেশে শেখ মুজিব।
ধানমণ্ডি বাসভবনের সামনে সমবেত জনতার উদ্দেশে শেখ মুজিব সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় কর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন পল্টনে ৩ তারিখ ছাত্রলীগের সমাবেশের পর তিনি এক গনমিছিলের নেতৃত্ব দিবেন। রেডিও টেলিভিশনের কর্মচারীদের উদ্দেশে বলেন আওয়ামী লীগের সংবাদ প্রচার না করলে প্রতিষ্ঠান দুটি অচল করে দেওয়ার নির্দেশ দেন। ৭ মার্চের সভায় তিনি পরবর্তী কর্মসূচী প্রদান করবেন। মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল সংখ্যক অবাঙ্গালী জয়বাংলা স্লোগান দিয়ে এখানে আগমন করেছিল।