You dont have javascript enabled! Please enable it! 1971.03.02 | ২ মার্চ ১৯৭১ঃ পরিস্থিতি নিয়ে শেখ মুজিবের বিবৃতি - সংগ্রামের নোটবুক

২ মার্চ ১৯৭১ঃ পরিস্থিতি নিয়ে শেখ মুজিবের বিবৃতি

আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব জনগনের উদ্দেশে এক বিবৃতিতে বলেছেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন এবং যাতে লুটতরাজ ও অগ্নিসংযোগের মত অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার প্রতি করা নজর রাখার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন যেখানেই জন্ম গ্রহন করুক না কেন বাংলাদেশে বসবাসকারী সকলেই বাঙালি, তাদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। ঢাকায় গুলিবর্ষণের নিন্দা করে তিনি বলেন বাংলাদেশে আগুন জ্বালাবেন না। যদি জ্বালান তবে সে দাবানল হতে আপনারাও রেহাই পাবেন না। তিনি ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা পর্যন্ত হরতাল পালনের আহবান জানান। তিনি ৩ মার্চ শোক দিবস পালনের জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি অভিযোগ করে বলেন এখন পশ্চিম পাকিস্তান হতে যে সকল বিমান আসছে সেগুলিতে সৈন্য বহন করে আনা হচ্ছে। তিনি অবিলম্মবে সামরিক শাসন প্রত্যাহারের দাবী জানান।