২ মার্চ, ১৯৭১ঃ অবাঙ্গালিদের দলে দলে ক্যান্টনমেন্ট এ আশ্রয়
সচিবালয়ে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি দপ্তরে কর্মরত বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল কাদির পলাইয়া ক্যান্টনমেন্ট এ আশ্রয় নেন এবং ব্রিগ্রেডিয়ার কাইউমকে ১২ ঘণ্টা পর অক্ষত অবস্থায় সচিবালয় থেকে উদ্ধার করা হয়। তার ব্যক্তিগত অবাঙ্গালী সহকারীকে তখন পর্যন্ত পাওয়া যায়নি। অবাঙ্গালিরা দলে দলে ক্যান্টনমেন্ট এ আস্রয় নিতে থাকে। আত্মীয় স্বজন পরিচিতরা তাদের আস্রয় দেয়। আশ্রয় প্রার্থীর সংখ্যা সীমা অতিক্রম করে গেলে তাদের জন্য আদমজি ক্যান্ট কলেজে আশ্রয় কেন্দ্র খোলা হয়। সমস্যা দেখা দেয় অনেক স্কুল ছাত্র নিয়ে তাদের আস্রয় মিলে ৯ ডিভিশনের জিওসি খাদিম হোসেন রাজার বাসায়।