You dont have javascript enabled! Please enable it! 1971.07.09 | বাঙলাদেশে পাকিস্তানের নিষ্পেষণ আন্তর্জাতিক সমস্যা- ভেনিজুয়েলার পত্রিকার সম্পাদকীয় মন্তব্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে পাকিস্তানের নিষ্পেষণ আন্তর্জাতিক সমস্যা
ভেনিজুয়েলার পত্রিকার সম্পাদকীয় মন্তব্য

নয়াদিল্লী, ৮ জুলাই (ইউএনআই) পাকিস্তান বাঙলাদেশের মানুষের উপর নামিয়েছে দুঃস্বপ্নের রাত আর নরক তাণ্ডব। এদেখে যীশুও ভয়ে কেঁপে উঠতেন। কারাকাস (ভেনিজুয়েলা) এর ক্যাথলিক দৈনিক ‘রিলিজিয়ান’-এ মন্তব্য করেছে ৩ জুলাইয়ের সম্পাদকীয় নিবন্ধে।
সম্পাদকীয়টিতে লেখা হয়েছে পাকিস্তানের এই নিষ্পেষণকে আভ্যন্তরিন বিষয়ই বলার অর্থ মানুষের বুদ্ধি বৃত্তিকে অপমান করা। এ এক আন্তর্জাতিক সমস্যা এবং মানুষের বিবেক ও সমগ্র মানবতার প্রতি চ্যালেঞ্জ।
ঐ সংবাদপত্রে মন্তব্য করা হয়েছে হিটলারের মৃত্যু শিবিরগুলির সঙ্গে বা সম্ভবতঃ চেঙ্গিস খা বা তৈমুরলঙ্গের আমলের সঙ্গে এর একমাত্র তুলনা চলতে পারে। সে দেশের সুসন্তানদের বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, যুবক, অধ্যাপকদের ইদুরের মত হত্যা করা হচ্ছে। এই অত্যাচার, হত্যাতাণ্ডব, সন্ত্রাসরাজ অবশ্যই বন্ধ হবে। এই নরক, এই দুঃস্বপের এখুনি অবসান হওয়া দরকার।
সংবাদপত্রটিতে আরাে বলা হয়েছে এ অত্যাচারকে পাকিস্তানের ঘরােয়া ব্যাপার বলার অর্থ জাতিসংঘের সনদ ও ঘঘাষণাপত্রকে কুচি কুচি করে ছিড়ে ফেলার প্রবণতা জানানাে। এ ঘটনা আন্তর্জাতিক সংহতির পক্ষে এক সমস্যা বিশেষ।

সূত্র: কালান্তর, ৯.৭.১৯৭১