You dont have javascript enabled! Please enable it! 1972.06.07 | তখন তারা কোথায় ছিলেন? | Infography - সংগ্রামের নোটবুক

 তখন তারা কোথায় ছিলেন?

আজ অনেকেই সমালোচনা করে বক্তৃতা করেন আর এম.সি.এ.-দের এবং আওয়ামী লীগকে গালি দেন। কিন্তু আওয়ামী লীগের ত্যাগের কথা কারো মুখেই শোনা যায় না। আওয়ামী লীগের এম.সি.এ আমার সহকর্মী মসিহুর রহমানকে দুই মাস পর্যন্ত মারতে মারতে হত্যা করা হয়েছে। আমার আরেকজন এম.সি.এ, আমীন উদ্দিনকে আধমরা করে জিপের পিছনে বেঁধে তিন মাইল ঘুরিয়ে মেরে ফেলা হয়। আমার এক চাচা কে ছয় টুকরা করে ছয় রাস্তার মাথায় ঝুলিয়ে রাখা হয়। সৈয়দপুরের এম.সি.এ নাজমুল হুদা সরকারকে গুলি করে হত্যা করে দুই ভাগ করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল।

এখন যারা বড় বড় কথা বলেন, তখন তারা কোথায় ছিলেন? সবাই স্বাধীনতা পেয়ে গেছেন? কিন্তু এ কি চোরাকারবারির স্বাধীনতা? মুনাফাখোরের আর মজুতদারের স্বাধীনতা?

রাজাকারের আর আলবদরের স্বাধীনতা?

আমি কিছু বলি না। এজন্য কি তারা ভেবেছে আমি নরম মানুষ? আমি নরম মানুষ নই।

 

References: 

৭ জুন ১৯৭২, সোহরাওয়ার্দি উদ্যানে প্রদত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহনের অডিও ভাষণ

www.songramernotebook.com