You dont have javascript enabled! Please enable it!

ইয়ং উইমেন্স কমিটির বাঙলাদেশের সংগ্রামী জনগণের প্রতি সংহতি প্রকাশ
(বিশেষ প্রতিনিধি)

নয়াদিল্লী, ১৩ এপ্রিল-ইয়াহিয়া খানের সামরিক সরকার বাঙলাদেশের নিরীহ জনগণের ওপর বিশেষ করে নারী ও শিশুদের ওপর যে অমানবিক আচরন ও গণহত্যার শুরু করেছে তার তীব্র প্রতিবাদ করে সারা ভারত যুব ফেডারেশনের ইয়ং উইমেন্স কমিটির পক্ষে শ্রীমতী বুলু রায় চৌধুরী এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে যে, বাঙলাদেশে নারী ও শিশুদের ওপর পাক বাহিনীর হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। ঠাণ্ডা মাথায় ৬ শত নারীকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে ইজ্জত রক্ষার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। কিন্তু এ ধরণের নৃশংস অত্যাচার সত্ত্বেও বাঙলাদেশের বীর রমনীরা গণতন্ত্র রক্ষার জন্য পুরুষদের সঙ্গে একত্রে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালাচ্ছেন। আমরা বাঙলাদেশের সংগ্রামী জনগণের প্রতি আমাদের পূর্ণসংহতি ও সমর্থন জানাচ্ছি।
আমরা অবিলম্বে বাঙলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি করছি।
বাঙলাদেশের সংগ্রামী জনগণের সমর্থনে সর্বত্র সভা- শােভযাত্রা এবং খাদ্য বস্ত্র ও টাকা পয়সা সংগ্রহের জন্য ইয়ং উইমেন্স কমিটিগুলির কাছে আবেদন জানানাে হয়েছে।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!