You dont have javascript enabled! Please enable it! 1969.02.23 | বেগম মুজিব বিস্ময়ে হতবাক | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯
একটি অন্তরঙ্গ মুহূর্ত
(ষ্টাফ রিপোর্টার)

গতকল্য (শনিবার) বেগম শেখ মুজিবর রহমান প্রিয়তম স্বামীর জন্য কিছু খাদ্য লইয়া ক্যান্টনমেন্টে গমনের জন্য যখন প্রস্তুত হইতেছিলেন, তখন প্রায় একটার সময় শেখ মুজিবকে সঙ্গে লইয়া একটি মিলিটারী জীপ তাঁহার ধানমণ্ডীস্থ ভবনে আসিয়া থামে। স্বামীকে মিলিটারী জীপ হইতে অবতরণ করিতে দেখিয়া স্ত্রী বিস্ময়ে হতবাক হইয়া তাঁহার দিকে দৌড়াইয়া যান। তিনি স্বামীকে প্রথম কথা জিজ্ঞাসা করেন যে, মামলা প্রত্যাহার করা হইয়াছে কিনা? শেখ মুজিব তখন সহাস্যে স্ত্রীকে বলেনঃ হ্যাঁ, মামলা প্রত্যাহার করা হইয়াছে এবং সকলেই মুক্তিলাভ করিয়াছেন। বেগম মুজিব স্বামীকে সর্ব প্রথম ঠাণ্ডা সরবত পান করিতে দেন।
গত শুক্রবার রাত্রি সাড়ে নয়টার সময় ক্যান্টনমেন্টে বেগম মুজিব যখন স্বামীকে দেখিতে যান, তখন তিনি (শেখ সাহেব) ডাল রান্না করিতেছিলেন।
শেখ সাহেব যখন “মুক্ত মানুষ” হিসাবে গৃহে প্রত্যাবর্তন করেন, তখন গৃহে তাঁহার পুত্র-কন্যা ছাড়াও মরহুম সোহরাওয়ার্দী সাহেবের কন্যা বেগম আখতার সোলায়মান এবং জামাতা জনাব সোলায়মানও ছিলেন।
বেগম আখতার সোলায়মান সাংবাদিকদের বলেন, “আমি শুক্রবার রাত্রে বেগম মুজিবকে তাঁহার স্বামীর মুক্তি সম্পর্কে আভাস দান করিয়াছি।”

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯