২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ সঙ্কট প্রসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী (মে ৬৮-এপ্রিল ৬৯) আরশাদ হোসেন
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরশাদ হোসেন লাহোরে পাকিস্তান মেডিক্যাল এসোসিয়েশনের মাসিক সম্মেলনে বলেন আওয়ামী লীগ ও ৬ দফা বিরোধীদের মধ্যে বিদ্যমান প্রকৃত মতবিরোধ এমন নয় যে একটি বাস্তবানুগ পদক্ষেপ গ্রহনের মাধ্যমে জাতীয় পরিষদেই উহার নিষ্পত্তি করা যাবে না। তিনি বলেন আওয়ামী লীগ এবং পিপিপির মুল বিরোধ কেন্দ্র এবং প্রদেশের ক্ষমতা নিয়ে। পাকিস্তান একটি ফেডারেল রাষ্ট্র হবে এ নিয়ে কার দ্বিমত নেই কিন্তু একটি প্রদেশ হাজার মাইল দূরে হওয়ায় এবং একটি বৈরী রাষ্ট্র পরিবেষ্টিত থাকায় জাতীয় সংহতি ও অখণ্ডতা রক্ষায় একটি শক্তিশালী কেন্দ্রের প্রয়োজন রয়েছে।