২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মওদুদি এর টেলিগ্রামের জবাবে মুজিব
আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান বর্তমান সংকটকে ৬ দফার পক্ষে বাংলাদেশের নির্বাচনী রায়কে বানচাল করার সচেতন প্রয়াস বলে মন্তব্য করেন। আওয়ামী লীগ প্রধান তাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই সংকট হতে উত্তরনের জন্য প্রত্যেক নেতাকে কথাবার্তায় সতর্ক এবং জনগনের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। শেখ মুজিব বলেন তিনি রাজনৈতিক বিষয় বেতিত কারো বেক্তিগত নিন্দায় লিপ্ত হননি এবং যে কোন নাগরিক যে কোন দলের কর্মসূচীর সমালোচনা করার অধিকারী।