২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ঢাকায় আরও পরিষদ সদস্যদের উপস্থিতি
জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য আরও ৫ জন পরিষদ সদস্য ঢাকা এসে পৌঁছেছেন তারা হলেন বালুচ ন্যাপ নেতা খায়ের বক্স মারী, সীমান্ত ন্যাপ নেতা পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর গোলাম ফারুক, মখদুম নুর মোহাম্মদ, সাইদুর রশিদ, নিজামুদ্দিন হায়দার। সিন্ধুর নির্বাচিত এমএনএ হাজী মওলা বক্স করাচীতে বলেছেন কতিপয় রাজনৈতিক দল ও তাদের নেতাগন আসন্ন জাতীয় পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার আভাষ দিয়েছেন। তিনি এধরনের কাজকে অগনতান্ত্রিক এবং পাকিস্তানের স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়েছেন। তিনি বলেন শেখ মুজিব একজন দেশপ্রেমিক দেশের কল্যাণের জন্য সকলের সাথে আলোচনার পথ তিনি খোলা রেখেছেন।