২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কামরুজ্জামান
অল পাকিস্তান আওয়ামী লীগ সাধারন সম্পাদক কামরুজ্জামান এক বিবৃতিতে একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন। পত্রিকাটি প্রকাশ করে যে আওয়ামী লীগ ৬ দফার বৈদেশিক সাহায্য সংক্রান্ত ধারাতে ছাড় দিয়ে তা কেন্দ্রের হাতে দিয়ে দিচ্ছে। তিনি বলেন এ ধরনের সংবাদ শাসনতন্ত্র প্রনয়ন কালে অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন দলের প্রধান কোথাও এ ধরনের কথা বলেননি এমনকি ইঙ্গিতও দেননি। তিনি সাংবাদিকদের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান করেন।