২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ শহীদ মিনারে ন্যাপ (ওয়ালী) সভা
শহীদ মিনারে বিকেলে ন্যাপ (ওয়ালী) এর এক সভায় অবিলম্বে গনতান্ত্রিক শাসন তন্ত্র প্রনয়ন এবং জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানানো হয়। সভায় বক্তব্য রাখেন দলের প্রাদেশিক সভাপতি অধ্যাপক মজাফফর আহমেদ দলের প্রাদেশিক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মতিয়া চৌধুরী, সাইফুদ্দিন মানিক,কৃষক নেতা জিতেন ঘোষ, ছাত্র ইউনিয়ন নেতা নুরুল ইসলাম। মজাফফর আহমেদ বলেন দেশবাসী ৬ ও ১১ দফার পক্ষে ভোট দিয়েছে । বরতমান সরকার যদি গনতন্ত্রে বিশ্বাসী হন তাহলে তাদের অবশ্যই জনগনের রায় মোতাবেক শাসনতন্ত্র প্রনয়ন করতে হবে এবং প্রেসিডেন্টকেও এই শাসনতন্ত্র অনুমোদন দিতে হবে। তিনি বলেন এক্ষনে জনগনের রায় নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ ভাবে এ চক্রান্ত প্রতিরোধ করার জন্য জনগনের প্রতি আহবান জানান।।