You dont have javascript enabled! Please enable it!

২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ঢাকা চেম্বার আয়োজিত সংবর্ধনা সভায় শেখ মুজিব

প্রাদেশিক পরিষদ ভবন প্রাঙ্গনে (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়) ঢাকা চেম্বার আয়োজিত সংবর্ধনা সভায় শেখ মুজিব সকল পশ্চিম পাকিস্তানী এমএনএ গণকে ঢাকায় এসে শাসনতন্ত্র প্রণয়নে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন। তিনি আশ্বাস প্রদান করেন যে কোন সদস্য এর যুক্তিসঙ্গত প্রস্তাব গ্রহন করা হবে। তিনি পিপিপি প্রধানের উদ্দেশ্য করে বলেন আপনি ৮৩ জন সদস্য নিয়ে যদি ঢাকা না আস্তে পারেন আমি ১৬০ জন সদস্য নিয়ে যদি বলি পশ্চিম পাকিস্তান যাব না তা হলে কি হবে? তিনি বলেন ক্ষমতা হস্তান্তরের বিষয়ে এখনও চক্রান্ত চলছে তিনি দীপ্ত কণ্ঠে প্রকাশ করেন আমরা মরিব কখন নতি স্বীকার করব না। বাঙ্গালীর অধিকারের কথা বললেই তাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। কোন কোন নেতা পরিষদকে কসাইখানা বলছেন পাকিস্তানের ২৩ বছরে আমরা এধরনের কথা শুনি নাই। আমরা পশ্চিম পাকিস্তানে অধিবেশনে গিয়েছি মাসের পর মাস পকেটের টাকা খরচ করে সেখানে থেকেছি আমরা কোনদিন পরিষদকে কসাইখানা বলি নাই।
(বিশাল ভাষণের অংশ )

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!