শিরোনাম |
সূত্র | তারিখ |
পাকিস্তান গণপরিষদে ভাষা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মওলানা ভাসানী | দ্য ডন | ১১ই মে, ১৯৫৪ |
গণপরিষদের ভাষার প্রস্তাবকেভাসানী প্রত্যাখ্যান করেছেন
মাওলানা ভাসানি বলেন,”আমি অবাক হয়ে লক্ষ করেছি যে, পূর্ব পাকিস্তানের দুইজন মন্ত্রী পাকিস্তান গণপরিষদের ভাষার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।আমি মনে করি, যুক্তফ্রন্ট সংসদীয় দলের কোনো সদস্যেরই এমন বিতর্কিত বিষয়ে ঐ দলের উল্লেখ না করে এমন মতামত দেয়া উচিত নয়।”
মাওলানা ভাসানি আরো বলেন,” পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবির বিষয়ে গণপরিষদের প্রস্তাব পুরোপুরি অগ্রহণযোগ্য কারণ এটি দেশের জনগণের গণদাবি পূরণে ব্যর্থ হয়েছে।এটি মূল বিষয়কে মুলতবি রাখা এবং বিতর্কিত বিষয়ে জনগণের মনোযোগ সরিয়েনেওয়ার একটি প্রচেষ্টা যা ঐ বিষয়ের সাথে মোটেও সম্পর্কযুক্ত নয়। “
“বাংলাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা করার দাবি যুক্তিযুক্ত এবং দ্ব্যর্থহীন। পাকিস্তানের সকল শুভাকাঙ্ক্ষীরাদাবি জানায় যে বাংলাকে দ্রুত অন্যতম রাষ্ট্রভাষা করা হউক এবং এর বিলম্ব সহনীয় কিন্তু গণপরিষদের গৃহীত প্রস্তাব বলে যে এটি ২০ বছর পর কার্যকর হবে।২০ বছর সময় আমাদের জন্য দীর্ঘ সময় এবং আমরা জানি না এই সময়ের মধ্যে এই বিষয়ে কী হবে।”
“তাই এই প্রস্তাবে আমাদের আগ্রহ নেই এবং এটি মোটেও পরিস্থিতি শান্ত করতে সহায়তা করবেনা বরং সমস্যাকে জটিল করবে। আমি আশা করি আমাদের দেশবাসী এই অনিষ্টের বিরুদ্ধে সমস্বরে প্রতিবাদ করবে।অনতিবিলম্বে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব এবং আন্দোলন দেশের সর্বত্র জোরদার করতে হবে। “